ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কক্সবাজারে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৮:৩৯ এএম, ২৫ অক্টোবর ২০১৫

কক্সবাজারে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা ও দায়রা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তের নাম শহীদুল্লাহ ওরফে শহীদুল ইসলাম (২৭)। তিনি কুতুবদিয়া উপজেলা বড়ঘোপ ইউনিয়নের মাতব্বর পাড়ার শামসুল আলমের ছেলে।  

মামলার বিবরণে জানা যায়, শহীদুল্লাহ তার স্ত্রী এস্তেফা বেগমকে (১৯) নিয়ে পেকুয়ায় ভাড়া বাসায় থাকতেন। সেখানে এস্তেফার বড় বোনের স্বামী সুজাগীরের ভোগ্যপণ্য তৈরির (বেকারি) দোকানে চাকরি করতো শহীদুল্লাহ। এ সুবাদে বড় বোনের স্বামীর সঙ্গে তার ভাব জমে। এ ঘটনার জের ধরে ২০১৪  সালের ২৫ আগস্ট রাতে শহীদুল্ল­াহ-এস্তেফার মধ্যে বাক-বিতণ্ডাহয়। এক পর্যায়ে এস্তেফাকে বেদম প্রহারের পর গলা টিপে হত্যা করে শহিদুল্ল­াহ। পরে মরদেহ গামছা দিয়ে ঝুঁলিয়ে রাখে। পরের দিন ঝুলন্ত অবস্থায় এস্তেফার মরদেহ উদ্ধার করে পুলিশ এবং একই সঙ্গে স্বামী শহীদুল্লাহকে গ্রেফতার করে।

এ ঘটনায় এস্তেফার বাবা ছগির আহমদ বাদী হয়ে স্বামী শহীদুল্লাহ ও বড় বোনের স্বামী সুজাগীরকে আসামি করে মামলা দায়ের করেন। পরে আদালতে হত্যার কথা স্বীকার করে জবাবন্দি দেন শহীদুল্লাহ। দীর্ঘ শুনানি শেষে দোষী সাব্যস্ত হওয়ায় প্রধান আসামি শহীদুল্লাহকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। অপরদিকে নির্দোষ প্রমাণিত হওয়ায় সুজাগীরকে বেকসুর খালাস দেয়া হয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের কৌশলি দিলীপ কুমার ধরজিাগো নিউজকে জানান, আসামি নিজেই হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। আদালত তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। এই রায়ে আমরা সন্তুষ্ট।

সায়ীদ আলমগীর/এসএস/আরআইপি