ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীতে করোনায় আক্রান্ত বেড়ে ৮০৯

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৪:২২ পিএম, ২৭ জুন ২০২০

ফেনীতে আরও ২৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার (২৭ জুন) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. ইউসুফ এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে ফেনীতে করোনা আক্রান্তের সংখ্যা ৮০৯ জনে দাঁড়াল।

পরিসংখ্যানবিদ মো. ইউসুফ বলেন, নতুন আক্রান্তদের মধ্যে ফেনী সদর উপজেলায় ছয়জন, দাগনভূঞায় ছয়জন, সোনাগাজীতে ছয়জন, ছাগলনাইয়ায় তিনজন ও ফুলগাজীতে দুইজন। শনিবার নোয়াখালীর আবদুল মালেক মেডিকেল কলেজের ল্যাব থেকে ২১৯ জনের প্রতিবেদন আসে। সেখানে ২৭ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এদের মধ্যে চারজনের দ্বিতীয়বারের প্রতিবেদন পজিটিভ আসে। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৪০ জন সুস্থ হয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, বুধবার পর্যন্ত ৪ হাজার ৭১৮ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ও নোয়াখালীর আবদুল মালেক মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ৪ হাজার ২৪৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে।

এ পর্যন্ত ফেনীতে ৮০৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ফেনী সদর উপজেলায় ৩২২ জন, সোনাগাজীতে ১২৫ জন, দাগনভূঞায় ১৭৩ জন, ছাগলনাইয়ায় ১০৩ জন, ফুলগাজীতে ৩৮ জন ও পরশুরামে ৩৫ জন এবং ফেনীর বাইরে অন্য জেলার ১৩ জন। জেলায় এ পর্যন্ত চিকিৎসক, সরকারি কর্মকতা ও জনপ্রতিনিধিসহ ৩৩১ সুস্থ হয়েছেন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১৬ জন।

রাশেদুল/এএম/এমকেএইচ