ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁদপুরে ৮০০ জন করোনায় আক্রান্ত, মৃত্যু ৫৪

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০২:৫৫ পিএম, ২৭ জুন ২০২০

চাঁদপুরে নতুন করে আরও ৪৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮০০ জন। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২১৫ জন। করোনায় মারা গেছেন ৫৪ জন। শনিবার (২৭ জুন) দুপুরে চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ এসব তথ্য নিশ্চিত করেন।

নতুন আক্রান্তদের মধ্যে মতলব উত্তর উপজেলার ১৫ জন, হাইমচরের নয়জন, হাজীগঞ্জের ছয়জন, ফরিদগঞ্জের ছয়জন, চাঁদপুর সদরের পাঁচজন, মতলব দক্ষিণের পাঁচজন ও কচুয়া উপজেলার তিনজন।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, শনিবার সকালে ১০০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এর মধ্যে ৪৯ জনের রিপোর্ট করোনা পজিটিভ। বাকিগুলো নেগেটিভ। চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৮০০ জনের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৩০৬ জন, শাহরাস্তির ৯৩, মতলব দক্ষিণের ৮৪, হাজীগঞ্জের ৮৩, ফরিদগঞ্জের ৭৮, হাইমচরের ৬১, মতলব উত্তরের ৬১ ও কচুয়ার ৩৪ জন।

জেলায় করোনায় মারা যাওয়া মোট ৫৪ জনের মধ্যে হাজীগঞ্জ উপজেলার ১৫ জন, চাঁদপুর সদরের ১৪, মতলব উত্তরের আট, ফরিদগঞ্জের ছয়, কচুয়ার পাঁচ, শাহরাস্তির চার ও মতলব দক্ষিণ উপজেলার দুজন।

ইকরাম চৌধুরী/আরএআর/এমএস