অ্যাম্বুলেন্সেই মৃত্যু
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পৌঁছার আগেই পারভেজ (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ জুন) রাত ৮টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পারভেজ নগরীর সাগরপাড়া বটতলা এলাকার বাসিন্দা। নগরীর সাহেববাজারের আরডিএ মার্কেটে তার কসমেটিকসের দোকান আছে।
স্বজনদের ভাষ্য, গত ১০ দিন ধরে জ্বরে ভুগছিলেন পারভেজ। কিন্তু তার করোনার পরীক্ষা করা হয়নি।শুক্রবার বিকেলে তার শ্বাসকষ্ট শুরু হয়। কিন্তু হাসপাতালে পৌঁছার আগেই অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।
রামেক হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ায় মরদেহ নিয়ে যাওয়ার জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনকে জানানো হয়েছে। রাত ৯টা পর্যন্ত মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে ছিল। তিন ঘণ্টা পর কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা মরদেহ নিয়ে যাবেন।
ফেরদৌস সিদ্দিকী/এএম/পিআর