ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফিরিয়ে দিল হাসপাতাল, পরদিনই বাসায় প্রবীণ আইনজীবীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী | প্রকাশিত: ০৩:৩০ পিএম, ২৬ জুন ২০২০

প্রায় ১০ দিন ধরে জ্বর ও কাশিতে ভুগছিলেন রাজশাহীর প্রবীণ আইনজীবী কৃষ্ণ কমল দত্ত (৮৫)। বৃহস্পতিবার (২৫ জুন) তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছিল। কিন্তু চিকিৎসা না পেয়ে খ্রিষ্টিয়ান মিশন হাসপাতাল ঘুরে তাকে বাড়ি ফিরে আসতে হয়। এর একদিন পরই তার মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকাল ১০টার দিকে নগরীর কুমারপাড়া এলাকার নিজ বাসায় চেয়ারে বসা অবস্থায় প্রবীণ এই আইনজীবীর মৃত্যু হয়। করোনা সন্দেহে চেয়ারেই ঘণ্টা দুয়েক পড়েছিল মরদেহ। খবর পেয়ে দুপুরের দিকে কোয়ান্টাম ফাউন্ডেশন মরদেহ সৎকারে নিয়ে যায়।

rajshahi01

কৃষ্ণ কমল দত্ত নিঃসন্তান ছিলেন। দীর্ঘদিন ধরে স্ত্রীও আলাদা থাকেন। ওই বাসায় একাই বসবাস করছিলেন তিনি। কৃষ্ণ কমল দত্ত রাজশাহী ও নাটোর জেলা জজ আদালত এবং বিভাগীয় শ্রম আদালতে ওকালতি করতেন।

তার ছোট ভাইয়ের ছেলে সুইট কুমার দত্ত জানান, অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। করোনার উপসর্গ থাকায় হাসপাতালের জরুরি বিভাগ থেকে তাকে রাজশাহীর খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক কয়েকটি ওষুধ দিয়ে বাসায় পাঠিয়ে দেন। ওই সময় তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা নিতে অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু নমুনা নেয়া হয়নি।

rajshahi02

তিনি বলেন, মিশন হাসপাতাল থেকে আমাকে জানানো হয়- করোনার পরীক্ষার প্রয়োজন নেই। বাসায় বিশ্রামে থেকে নিয়ম মেনে ওষুধ খেলেই তিনি সুস্থ হয়ে যাবেন। এর একদিনের মাথায় কাকা মারা গেলেন।

সুইট কুমার দত্ত জানান, ওই বাড়িতে তার কাকা কৃষ্ণ কমল দত্ত একাই থাকতেন। কাকার অসুস্থতার খবর পেয়ে গত মঙ্গলবার (২৩ জুন) তিনি নাটোরের সিংড়া থেকে এসেছেন। শুক্রবার সকাল ১০টার দিকে তাকে চেয়ারে বসিয়ে রেখে তিনি খাবার আনতে বাইরে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন তিনি মারা গেছেন।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিট হিসেবে কাজ করছে নগরীর খ্রিষ্টিয়ান মিশন হাসপাতাল। প্রবীণ এই আইনজীবীর নমুনা না পরীক্ষা করার অভিযোগের বিষয়ে রামেক হাসপাতাল কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ফেরদৌস সিদ্দিকী/আরএআর/পিআর