‘হাসপাতালে ভালো চিকিৎসা না পেয়ে’ বাসায় এসে করোনা রোগীর মৃত্যু
খুলনায় শেখ সোহরাব হোসেন (৬০) নামের এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) বেলা ১১টায় মহানগরীর ২নং জাহিদুর রহমান ক্রস রোডের নিজ বাসায় তিনি মারা যান।
সোহরাব হোসেনের খালাতো ভাই মনিরুল আলম বলেন, সোহরাব হোসেনকে করোনা ডেডিকেটেড হাসপাতালে ২৪ জুন ভর্তি করা হয়। সেখানে বেশ কয়েকজন রোগী ওই দিন মারা যান এবং ভালো চিকিৎসা না পাওয়ায় আমরা ২৫ জুন বাসায় নিয়ে আসি। শুক্রবার বেলা ১১টার দিকে তিনি নিজ বাসায় মারা যান।
তিনি আরও বলেন, মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা এলাকায় সোহরাব চাকরি করতেন। সেখান তার করোনার উপসর্গ ধরা পরে। পরে তাকে খুলনায় এনে পরীক্ষা করা হলে ২৩ জুন করোনা পজিটিভ রিপোর্ট আসে।
আলমগীর হান্নান/এফএ/এমএস