ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীতে আরও ৭৮ জনের করোনা শনাক্ত

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ২৫ জুন ২০২০

ফেনীতে আরও ৭৮ জনের দেহে প্রাণঘাতী করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. ইউসুফ এ তথ্য জানিয়েছেন। এনিয়ে ফেনীতে করোনা আক্রান্তের সংখ্যা ৭৪৯ জনে দাঁড়ালো।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে ফেনী সদর উপজেলায় ৩১ জন, দাগনভূঞায় ২০, সোনাগাজীতে ১২ জন, ছাগলনাইয়ায় ১০ জন, ফুলগাজীতে ২ জন, পরশুরামে ২ জন ও ফেনী জেলার বাইরের বাসিন্দা একজন রয়েছেন। ওই দিন নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজের ল্যাব থেকে ৩৯২ জনের প্রতিবেদন আসে। এছাড়াও জেলায় নতুন করে ৮১ জন সুস্থ হয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, বুধবার পর্যন্ত ৪ হাজার ৬৫২ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ৩ হাজার ৭৬১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে।

এ পর্যন্ত ফেনীতে শনাক্ত ৭৪৯ রোগীর মধ্যে ফেনী সদর উপজেলায় ২৯১ জন, সোনাগাজীতে ১১৭ জন, দাগনভূঞায় ১৫৯ জন, ছাগলনাইয়ায় ১০০ জন, ফুলগাজীতে ৩৬ জন ও পরশুরামে ৩৩ জন এবং ফেনীর বাইরে অন্য জেলার ১৩ জন রোগী রয়েছে।

জেলায় এ পর্যন্ত চিকিৎসক, সরকারি কর্মকতা ও জনপ্রতিনিধিসহ ২৭৪ করোনা রোগী সুস্থ হয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন।

রাশেদুল হাসান/এফএ/এমকেএইচ