করোনা ইউনিটে ৫ মিনিটের ব্যবধানে দু’জনের মৃত্যু
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৫ মিনিটের ব্যবধানে দু’জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) ভোর ৫টা ১০ মিনিটে একজনের ও তার ঠিক মিনিট পাঁচেক পরই আরেক জনের মৃত্যু হয়।
ভোর ৫টা ১০ মিনিটে মারা যাওয়া ব্যক্তির (৭৫) বাড়ি পটুয়াখালী সদর উপজেলার দুলবাক এলাকায়। আর ৫টা ১৫ মিনিটে মারা যাওয়া ব্যক্তির (৭০) বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর এলাকায় বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন বলেন, ভোরে প্রথম মারা যাওয়া ওই ব্যক্তি জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন বেশ কিছুদিন ধরেই। বুধবার দিবাগত রাত সোয়া ২টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ভোর ৫টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, মারা যাওয়া দ্বিতীয় ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে গত ২৩ জুন রাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বুধবার বিকেল থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। ভোর ৫টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়। মারা যাওয়া ওই দুই ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট এখনও হাতে আসেনি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ থেকে ২৫ জুন দুপুর পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ৮০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।
সাইফ আমীন/এফএ/পিআর