ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পাথর উত্তোলনের অবৈধ যন্ত্রাংশ ও বোমা মেশিন ধ্বংস

নিজস্ব প্রতিবেদক | সিলেট | প্রকাশিত: ১০:০৯ পিএম, ২৪ জুন ২০২০

সিলেটের কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিতে অভিযান চালিয়ে পাথর উত্তোলনের অবৈধ যন্ত্রাংশ ও বোমা মেশিন ধ্বংস করা হয়েছে।

এসব সরঞ্জামের বাজার মূল্য ৪৫ লাখ টাকা বলে জানা গেছে। এছাড়া ৬ জনকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুর ১২টা থেকে বিকেল পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব দেন কানাইঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খাঁন ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মাহবুবুর রহমান। অভিযানে সহায়তা করে কানাইঘাট থানা পুলিশের একটি দল।

jagonews24

এ ব্যাপারে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মাহবুবুর রহমান জানান, করোনার এই দুঃসময়ে সুযোগ হিসেবে ব্যবহার করে যারা পরিবেশ প্রকৃতি ধ্বংস কর অবৈধভাবে পাথর ব্যবসায় জড়িত তাদেরকে কঠোরভাবে দমন করতে সিলেট জেলা প্রশাসন বদ্ধ পরিকর। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি জানান, অভিযান চলাকালে ধ্বংস করা হয়েছে দুইটা ফেলুডার, দুইটা এক্সেভেটর, ৮টা পাথর তোলার মেশিন (বোমা মেশিন), পাথর তোলার ১ হাজার ফুট পাইপসহ প্রায় আনুমানিক ৪৫ লাখ টাকার অবৈধ মালামাল ধংস করা হয়েছে। এসময় ৬ জনকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়।

ছামির মাহমুদ/এমএএস/এমএস