ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনা ও উপসর্গ নিয়ে খুলনায় ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ০৬:০২ পিএম, ২৪ জুন ২০২০

খুলনায় করোনা ডেডিকেটেড হাসপাতালে আক্রন্ত দু’জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দু’জনসহ মোট চারজনের মৃত্যু হয়েছে। বুধবার সারাদিনে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

রোগীর স্বজনদের অভিযোগ, করোনা ডেডিকেটেড হাসপাতাল ও খুমেকের আইসোলেশন ওয়ার্ডে প্রায় প্রতিদিনই অক্সিজেনের সংকট দেখা দিচ্ছে। এতেই রোগী মারা যাচ্ছে।

আজ মারা যাওয়া ব্যক্তিরা হলেন, করোনা আক্রান্ত নেছার উদ্দিন (৫৬) ও ওমর ফারুক (৫৪)। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আ. কাদের সানা (৫০) ও মো. রফিকুল ইসলাম।

খুলনার করোনা হাসপাতালের চিকিৎক ফরিদ উদ্দিন জানান, করোনা আক্রান্ত হয়ে করোনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খুলনা মহানগরীর দৌলতপুর থানা এলাকার কবির বটতলা এলাকার বাসিন্দা মৃত আব্দুর রহমানের ছেলে নেছার উদ্দিন। গত ২০ জুন তিনি হাসপাতালে ভর্তি হন। আজ সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

একইদিন হাসপাতালে ভর্তি হন নগরীর দিলখোলা রোডের বাসিন্দা মৃত শেখ হাজী আফসার উদ্দিনের ছেলে মো. ওমর ফারুক। তিনিও আজ বেলা ১১টার দিকে মারা যান।

অপরদিকে খুমেকের আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পার্সন ডা. মিজানুর রহমান জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত ২৩ জুন হাসপাতালে ভর্তি হন জেলার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ঘুগরাকাঠি এলাকার সোহেল উদ্দিন সানার ছেলে আব্দুল কাদের সানা। রাত সোয়া একটার দিকে তার মৃত্যু হয়।

ডা. মিজানুর রহমান আরও জানান, খুলনার দিঘলিয়া উপজেলার মৃত আমির হোসেনের ছেলে মো. রফিকুল ইসলাম (৫০) গত ২৩ জুন হাসপাতালে ভর্তি হন। তিনিও জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়। তাদের দু’জনেরই নমুনা সংগ্রহ করা হয়েছে।

আলমগীর হান্নান/এফএ/পিআর