ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনায় পাবনার আরও একজনের মৃত্যু, দুই উপজেলা রেড জোন

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ০২:৪৩ পিএম, ২৪ জুন ২০২০

পাবনা সেন্ট্রাল গার্লস হাইস্কুলের অফিস সহকারী লিয়াকত আলী (৫৮) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার (২৪ জুন) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সেন্ট্রাল গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৫ জুন করোনার উপসর্গ দেখা দিলে লিয়াকত আলীকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার নমুনা পরীক্ষা করা হলে করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর তাকে রামেক হাসপাতালের করোনা ইউনিটে স্থানান্তর করা হয়। সোমবার (২২ জুন) তার অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, ওই ব্যক্তির মরদেহ পাবনায় এলে স্বাস্থ্যবিধি মেনে দাফন-কাফনের ব্যবস্থা করা হবে।

পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল জানান, তিনি বিভিন্নজনের মাধ্যমে করোনায় ওই ব্যক্তির মৃত্যুর সংবাদ জেনেছেন। করোনায় মারা যাওয়া ব্যক্তিদের দাফন-কাফনে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে গঠিত টিম কাজ করছে।

এদিকে পাবনায় করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলছে। জেলার করোনা পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। করোনা সংক্রমণের হার বিবেচনায় পাবনা সদর ও সুজানগর উপজেলাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, করোনা সংক্রমণের বিস্তার রোধে পাবনা জেলার ৯টি উপজেলাকে তিনটি জোনে ভাগ করা হয়েছে। এর মধ্যে পাবনা সদর ও সুজানগর উপজেলাকে রোড জোনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও ঈশ্বরদী, আটঘরিয়া এবং ভাঙ্গুড়া উপজেলাকে ইয়েলো জোন এবং বেড়া, সাঁথিয়া, চাটমোহর ও ফরিদপুর উপজেলাকে গ্রীন জোনের অন্তর্ভুক্ত করা হয়েছে।

পাবনায় এখন পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে ১২ জন এবং করোনায় আক্রান্ত হয়ে ছয়জনসহ ১৮ জন মারা গেছেন। জেলায় গত দুইদিনে নতুন করে ১২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা মোট ৩৯৩ জন।

আরএআর/এমকেএইচ