ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

স্ত্রী-সন্তানসহ মাগুরার জেলা জজ করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি | মাগুরা | প্রকাশিত: ১২:০৪ পিএম, ২৪ জুন ২০২০

স্ত্রী-সন্তানসহ মাগুরার বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. কামরুল হাসান (৪৮) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত বুধবার (১৭ জুন) তার বড় ছেলে মো. জুবায়েরুল হাসানের (১২) নমুনা সংগ্রহ করে পাঠানো হলে শনিবার (২০ জুন) তার রিপোর্ট পজিটিভ আসে। এরপর পরিবারের সবার নমুনা সংগ্রহ করে পাঠানো হলে মঙ্গলবার (২৩ জুন) কামরুল হাসান এবং তার স্ত্রী সুলতানা শারমীনের (৪৮) করোনা পজিটিভ রিপোর্ট আসে। ছোট ছেলের (৫) নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

বুধবার (২৪ জুন) মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহীন জাগো নিউজকে বলেন, বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. কামরুল হাসান একজন কর্মদক্ষ ও নিষ্ঠাবান মানুষ। কাজকেই তিনি বেশি প্রাধান্য দেন। আইনজীবী সমিতির পক্ষ থেকে তার এবং তার পরিবারের সদস্যদের সুস্থতা কামনা করছি।

মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা বলেন, বুধবার সকাল পর্যন্ত এ জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭২ জন। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ৩৬ জন। করোনায় মারা গেছেন দুইজন।

আরাফাত হোসেন/আরএআর/জেআইএম