ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশালে করোনা ইউনিটে আরও এক গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | বরিশাল | প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ২৩ জুন ২০২০

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন আরও এক গৃহবধূর (৪০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিকেল পৌনে ৪টার দিকে তার মৃত্যু হয়।

করোনা ইউনিটে মারা যাওয়া ওই গৃহবধূর বাড়ি ঝালকাঠি সদর উপজেলার কেফায়েতনগর এলাকায় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন বলেন, করোনার উপসর্গ নিয়ে গত ২১ জুন ওই গৃহবধূ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মঙ্গলবার সকাল থেকে তার স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে। বিকেলে তার মৃত্যু হয়। গৃহবধূ করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট এখনও আসেনি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ থেকে ২৩ জুন দুপুর পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ৭৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। এ পর্যন্ত করোনা ইউনিটে ভর্তি রোগীর সংখ্যা ৫৩২ জন। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৮৯ জন রোগীর। আর নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে ৩৯৩ জনের। নমুনা দেয়ার পর রিপোর্টের অপেক্ষায় আছেন ৫০ জন রোগী।

এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১১ জন। বর্তমানে করোনা ইউনিটে ১১১ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে আক্রান্ত রোগী রয়েছেন ৫০ জন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সেবা দিতে গিয়ে এ পর্যন্ত হাসপাতালের ১২৪ জন চিকিৎসক, সেবিকা ও কর্মচারী আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চিকিৎসক ১৫ জন, সেবিকা ৭৬ ও অনান্য স্টাফ ৩৩ জন।

সাইফ আমীন/এফএ/পিআর