ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাছের ডাল মাথায় পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ০৫:১০ পিএম, ২৩ জুন ২০২০

হবিগঞ্জ-লাখাই সড়কের পাশে গাছ কাটার সময় চাপা পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের আলাউদ্দিনের ছেলে পলাশ মিয়া (২১) ও একই গ্রামের আসকর আলীর ছেলে মনজু মিয়া (২৪)। আহত গিয়াস উদ্দিন নিহত পলাশ মিয়ার ভাই। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লাখাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অজয় চন্দ্র দেব বলেন, মঙ্গলবার সকালে হবিগঞ্জ-লাখাই সড়কের কালাউক এলাকায় সরকারি গাছ কাটা হচ্ছিল। কিন্তু গাছ কাটার সময় কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না। এ সময় হবিগঞ্জ থেকে লাখাই যাওয়ার পথে তিন মোটরসাইকেল আরোহীর মাথার ওপর গাছের ডাল পড়ে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার সময় রাস্তায় আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত মোটরসাইকেল চালক গিয়াস উদ্দিনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং বলেন, রাস্তার পাশে গাছ কাটলে অবশ্যই নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে। এক্ষেত্রে কার গাফিলতি ছিল কি-না তা তদন্তের জন্য লাখাই থানা পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/এমএস