‘বাংলাদেশ করোনা সংক্রমণ ও মৃত্যু নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে’
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, অতীতের যে কোনো সময়ের চাইতে দেশের স্বাস্থ্য ব্যবস্থা বর্তমানে অনেক ভালো। বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার অনেক বেশি। সেখানে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশ করোনার সংক্রমণ ও মৃত্যু দুটিই নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেহেরপুরে সাংবাদিক ও সাধারণ মানুষের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও বলেন, দেশে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। কারণ প্রতিটি গ্রামে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রী।
মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আতাউল গনি। এতে জেলার বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকরা ভিডিও কনফারেন্সে যুক্ত হন।
পর্যায়ক্রমে জেলার ৮১ হাজার মানুষের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হবে বলে জানান জেলা প্রশাসক আতাউল গনি।
আসিফ ইকবাল/আরএআর/এমএস