ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনায় আরও এক আইনজীবীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:০৫ পিএম, ২৩ জুন ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী ছালামত উল্লাহ রানার মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

করোনা শনাক্ত হওয়ার ২ দিন পরে সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছালামত উল্লাহ রানার ছোট ভাই শফিউল্লাহ শফি।

তিনি বলেন, গত শুক্রবার রাতে কক্সবাজার জেলা সদর হাসপাতাল থেকে অ্যাডভোকেট ছালামত উল্লাহ রানাকে গুরুতর অসুস্থ অবস্থায় চট্টগ্রামে রেফার করা হয়। তখন থেকে তিনি চট্টগ্রামের মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

পরে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব থেকে গত শনিবার তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। করোনা শনাক্ত হওয়ার ২ দিনের মাথায় না ফেরার দেশে পাড়ি দিলেন কক্সবাজারের আদালত অঙ্গনের পরিচিত এই মুখ।

এই আইনজীবীর গ্রামের বাড়ি মহেশখালী। এর আগে দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও সাত জন আইনজীবী মারা গেছেন।

এফএইচ/এমএফ/পিআর