ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ইউএনওর ছেলেসহ বাসার দুই কর্মচারী করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক | সিলেট | প্রকাশিত: ০৪:০০ এএম, ২৩ জুন ২০২০

সিলেটের বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার দেড় বছর বয়সী শিশু ছেলে ও তার বাসার দুই কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই উপজেলায় সোমবার মোট ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

সোমবার (২২ জুন) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়। রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি তাদের মুঠোফোনে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানানো হয়।

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, নতুন করে করোনাভাইরাসে আক্রান্তদের গত ১৭ জুন নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয় এবং সোমবার রাতে তাদের রিপোর্ট পজিটিভ আসে।

নতুন আক্রান্তরা হচ্ছেন- বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী মাহবুবের দেড় বছর বয়সী শিশু ছেলে আরাব, ইউএনওর বাসার কর্মচারী আব্দুল্লাহ আল মামুন (৩৫) ও রিনা বেগম (৩৫), বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী সঞ্জয় বিশ্বাস (৩৬), পৌরশহরতলি সুপাতলার আলী হোসেন (২৭) ও আলীনগর ইউনিয়নের নিজ মোহাম্মদপুর গ্রামের জয়নাল আবেদীন (৪৩)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বশেষ তথ্যানুযায়ী প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার উপজেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জন। এর মধ্যে মারা গেছেন দুইজন আর করোনা জয় করে সুস্থ হয়েছেন ১৪ জন। এ উপজেলায় বর্তমানে অ্যাকটিভ করোনাভাইরাসে আক্রান্ত রোগী আছেন মোট ৪২ জন।

ছামির মাহমুদ/এমআরএম