ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিলেটে ১১৩ জন করোনা আক্রান্ত, নগরে উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | সিলেট | প্রকাশিত: ০১:২৩ এএম, ২৩ জুন ২০২০

সিলেট বিভাগের তিন জেলায় সোমবার একদিনে নতুন করে আর ১১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সাথে করোনার উপসর্গ নিয়ে সিলেট নগরের শামীমাবাদ এলাকার এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

এছাড়া আজ বিকেলে দক্ষিণ সুনামগঞ্জের এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে মৃত্যু হয়েছে।

এনিয়ে করোনায় নিহতের সংখ্যা ৫৯ জনে দাঁড়াল। এর মধ্যে সিলেট জেলায়ই ৪৫ জন। হবিগঞ্জ ও সুনামগঞ্জে পাঁচজন করে ও মৌলভীবাজারে চারজনের মৃত্যু হয়েছে। সোমবার নতুন করে আক্রান্তদের মধ্যে সিলেটে ৪১ জন, সুনামগঞ্জে ৩১ জন ও হবিগঞ্জে ৪১ জন রয়েছেন।

সোমবার (২২ জুন) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে সিলেট জেলার আরও ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

তিনি বলেন, আক্রান্তদের মধ্যে সিলেট সিটি ও সদর উপজেলার ২০ জন, জকিগঞ্জ উপজেলার ৭ জন, ফেঞ্জুগঞ্জ উপজেলার তিনজন, বিয়ানীবাজার উপজেলার ছয়জন, কানাইঘাট দুজন এবং গোলাপগঞ্জ উপজেলার দুজন রয়েছেন। এছাড়াও শহীদ শাসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি দিরাই উপজেলার একজনের রিপোর্ট পজিটিভ এসেছে।

এদিকে, বিকেল সাড়ে ৫টায় করোনায় উপসর্গ নিয়ে মারা যান নগরের শামীমাবাদের সত্তরোর্ধ্ব এক ব্যক্তি। শামসুদ্দিন হাসপাতালে ভারপ্রাপ্ত আবসিক মেডিকেল অফিসার ডা. চয়ন রায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনাক্রান্ত দক্ষিণ সুনামগঞ্জের লালন মিয়ার লিভার ডেমেজ ছিল। আর শামীমাবাদের ব্যক্তি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন।তাকে (শামীমাবাদ) বিকেল ৫টায় হাসপাতালে আনা হয়। মারা যান বিকেল সাড়ে ৫টায়। করোনা আক্রান্ত ব্যক্তিকে স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় প্রশাসন দাফন করবে বলে জানান তিনি।

এছাড়া সুনামগঞ্জ জেলার আরও ৩১ জন ব্যক্তি করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। সোমবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন। নতুন ৩১ জনকে নিয়ে সুনামগঞ্জে আক্রান্তে সংখ্যা ৮শ ছাড়িয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক।তিনি জানান, শাবিপ্রবির ল্যাবে আজ ২০২টি নমুনা গ্রহণ করে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩১টি নমুনা পজিটিভ ধরা পড়ে।এ নিয়ে সুনামগঞ্জ জেলায় করোনাক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২৬ জনে।

এদিকে হবিগঞ্জে নতুন করে আরও ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (২২ জুন) সকালে ৯ জনের এবং বিকেলে আরও ৩২ জনের পজিটিভ রিপোর্ট আসে।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার জেলায় আরও ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। দুই দফায় তাদের রিপোর্ট ঢাকা থেকে পাঠানো হয়েছে। আক্রান্তদের মধ্যে সদরে ২০ জন, মাধবপুর ৬ জন, বানিয়াচং ৩ জন, আজমিরীগঞ্জ ৭ জন, চুনারুঘাট ৪ জন ও নবীগঞ্জের একজন।

সিলেট বিভাগে প্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল। এরপর প্রতিদিনই সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সবমিলিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৩ হাজার ৩৮৭ জন। এর মধ্যে সিলেটে ১৮৫৫ জন, সুনামগঞ্জে ৮২৬জন, হবিগঞ্জে ৪১৩ জন ও মৌলভীবাজারে ২৮৪ জন।

ছামির মাহমুদ/এমএএস/এমআরএম