মানিকগঞ্জে এমাম বাড়িতে বাড়তি নিরাপত্তা
পুরান ঢাকার হোসনি দালানে তাজিয়া মিছিলে বোমা হামলার ঘটনার পর দেশে আশুরার দ্বিতীয় সর্ববৃহৎ আয়োজন মানিকগঞ্জের গড়পাড়া এমাম বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার সকাল থেকেই এমাম বাড়িসহ মানিকগঞ্জ শহরে র্যাব ও বিজিবি টহল দিচ্ছে। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ।
প্রায় ২০০ বছরের এতিহ্যবাহী গড়পাড়া এমাম বাড়িতে শুক্রবার রাত থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড তাজিয়া মিছিল এসে জড়ো হচ্ছে। হাজারো ভক্ত আর দর্শনার্থীদের ভিড়ে এখন মুখরিত গড়পাড়া এমাম বাড়ি। রাতভর সেখানে জারি, সারি, মার্সিয়া, দোয়া মাহফিলসহ নানা আয়োজন ছিল।
বিকাল ৪টার দিকে গড়পাড়া এমাম বাড়ি থেকে একটি তাজিয়া মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করবে। এরপর সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে মহরমের তাৎপর্য তুলে ধরতে অনুষ্ঠিত হবে এক আলোচনা সভা। এতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বি মিয়া উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
এদিকে ঢাকার হোসনি দালানে বোমা হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন গড়পাড়া এমাম বাড়ির পীর শাহ মোখলেছুর রহমান। জাগো নিউজকে তিনি বলেন, এজিদের অনুসারীরা হোসনি দালানে হামলা চালিয়েছে। এ ঘটনার ধিক্কার জানাই, নিন্দা জানাই। দোষীদের দ্রুত গ্রেফতারে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
নিরাপত্তার বিষয়ে মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান জাগো নিউজকে জানান, আশুরার তাজিয়া মিছিলসহ সকল আনুষ্ঠানিকতা শেষ করতে এমাম বাড়ি ও শহরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। দুই প্লাটুন বিজিবি, র্যাবসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো শহর। আশা কারি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হবে।
বিএম খোরশেদ/এসএস/আরআইপি