ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ২৫

প্রকাশিত: ০৬:৩৯ এএম, ২৪ অক্টোবর ২০১৫

যশোরে যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে যশোর-নড়াইল সড়কের চানপাড়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিনের (৫০) বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলায়।

হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, নড়াইলের কালনা ঘাট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি যশোর-নড়াইল সড়কের চানপাড়া ব্রিজের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নাজিম উদ্দিন নামে একজন নিহত হন। আহত হন আরো ২৫ জন। আহতদের মধ্যে ১৭ জনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছেন।

আহত ১৭ জন হলেন, যশোরের বাঘারপাড়া পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের আকাশ (৩২), বাঘারপাড়া উপজেলা জামদিয়া এলাকার কায়েস আলী (৫০), ইমরান আলী (২৮), করিমপুর গ্রামের শাহিন (২৯), তুলারামপুর গ্রামের সাদী মিয়া (৪২), তার স্ত্রী মিনা (২৮), ছেলে ইব্রাহিম (২), নারিকেলবাড়িয়া গ্রামের খলিলুর রহমান (১৯), নাদের আলী (৪৮), নড়াইলের বলাইডাঙ্গা এলাকার জেসমিন (৩৫), গোলাম দেওয়ান (৪৮), লোহাগড়া উপজেলার আসিফ (২৭), শাহিনা (২৮), সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সাইদুর রহমান (৩৫), মুজিবর (৪৮), সুমাইয়া (৩৫) ও নলতা এলাকার কিরণ সাহা (৫০)।

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আক্কাছ আলী হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

মিলন রহমান/এসএস/আরআইপি