ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনা কেড়ে নিল ডা. মুজিবুর রহমানের প্রাণ

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৩:৩০ পিএম, ২০ জুন ২০২০

কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (শিশু বিভাগ) ডা. মুজিবুর রহমান রিপন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার (২০ জুন) দুপুর ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. সফিকুর রহমান পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ডা. মুজিবুর রহমান রিপন শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত ৩ জুন ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে।

ডা. মুজিবুর রহমান রিপন ফরিদপুর মেডিকেল কলেজের ৫ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তার স্ত্রীও চিকিৎসক। তাদের দুই ছেলে। বড় ছেলে কুমিল্লা জিলা স্কুলে ৯ম শ্রেণিতে পড়ে, ছোট ছেলের বয়স সাত বছর।

ডা. মুজিবুর রহমান রিপনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক ডা. মুজিবুর রহমান।

কামাল উদ্দিন/আরএআর/এমকেএইচ