ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনায় একদিনে করোনা শনাক্তের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ১০:৩৪ পিএম, ১৯ জুন ২০২০

খুলনায় একদিনে রেকর্ড ১৪০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে ১৩৩ জনই খুলনা জেলা ও মহানগরীর।

শুক্রবার খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে তাদের নমুনা পরীক্ষার পর করোনা পজিটিভ শনাক্ত হয়। বাকি শনাক্তদের মধ্যে বাগেরহাটের তিনজন, নড়াইলের দুইজন, যশোর ও পিরোজপুরের একজন করে রয়েছেন। খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ শুক্রবার খুমেকের পিসিআর মেশিনে মোট ৩৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনার নমুনা ছিল ৩৫৮টি। এদের মধ্যে মোট ১৪০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।যার ১৩৩ জন খুলনার। বাকিদের মধ্যে বাগেরহাটের তিনজন, নড়াইলের দুইজন, যশোর ও পিরোজপুরের একজন করে রয়েছেন।

খুলনা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, একদিনে শনাক্ত হওয়ার দিক থেকে খুলনায় এটিই সর্বোচ্চ। খুমেকের পিসিআর ল্যাবে শনাক্ত হওয়ার দিক থেকেও এটি সর্বোচ্চ। এর আগে গত বুধবার খুমেকের পিসিআর ল্যাবে সর্বোচ্চ ১০২ জনের করোনা শনাক্ত হয়। যার মধ্যে খুলনায় শনাক্ত হয়েছিলেন ৯৭ জন। অর্থাৎ একদিনে এটি সর্বোচ্চ শনাক্তের সংখ্যা।

আলমগীর হান্নান/এমএএস/জেআইএম