ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ময়মনসিংহে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ০৭:০৮ পিএম, ১৯ জুন ২০২০

ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে চারজন এবং করোনা উপসর্গ নিয়ে আরও দুজন মারা গেছেন। এ নিয়ে ময়মনসিংহে করোনায় ১৬ জনের মৃত্যু হলো। এ পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ২০৪ জন।

করোনায় মৃতরা হলেন- নান্দাইল উপজেলার সাইদুর রহমানের ছেলে মোরসালিন (২০), নগরীর সেহরা এলাকার মরিয়ম (৬৫), গফরগাঁও উপজেলার মুখি মমজান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা মাকসুদা জাহান মুর্শিদা ও ত্রিশাল উপজেলার বাসিন্দা নাজমা (২০)। করোনার উপসর্গ নিয়ে মৃতরা হলেন, নগরীর কালিবাড়ি এলাকার বৃদ্ধ জালাল উদ্দিন (৭৫) ও ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামের ইব্রাহিম খলিল।

শুক্রবার (১৯ জুন) বিকেলে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, নান্দাইলের পাঁচরুখি গ্রামের মোরসালিন বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় নগরীর এসকে হাসপাতালে ভর্তি হওয়ার পর শুক্রবার ভোরে মারা যায়।

নগরীর সেহড়া এলাকার মরিয়ম বেগম নামে এক বৃদ্ধা গত শনিবার করোনায় আক্রান্ত হয়ে এসকে হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। তিনি বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় মারা গেছেন।

অপরদিকে, গফরগাঁও উপজেলার মুখি মমজান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা মাকসুদা জাহান মুর্শিদিকে এসকে হাসপাতাল থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হলে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় নাজমা (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। এর আগে ১৪ জুন করোনা আক্রান্ত হয়ে এসকে হাসপাতালে ভর্তি হন তিনি।

এদিকে সর্দি-জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে নগরীর কালিবাড়ি এলাকার বৃদ্ধ জালাল উদ্দিন এসকে হাসপাতালে ভর্তির পর শুক্রবার সকালে এবং বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামের ইব্রাহিম খলিলকে কুর্মিটোলায় নেয়ার পথে মারা যান। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এমএএস/পিআর