ঝিনাইদহে ১৪৪ ধারা জারি
ঝিনাইদহে মহেশপুর উপজেলায় বিএনপির সম্মেলন স্থলে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। একই দিনে একই স্থানে বিএনপির সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম মাস্টার ও জাসাসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান গ্রুপ উপজেলা দ্বিবার্ষিক সম্মেলন ও পৌর সম্মেলন আহ্বান করেন। এর ফলে সংঘর্ষের আশঙ্কায় মহেশপুর উপজেলা প্রশাসন পৌরসভার শাহ ভালাইপুর ঈদগা ময়দানসহ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।
শনিবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে বলে জানিয়েছেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান জানান, বিএনপির উপজেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম মাস্টার গ্রুপ শনিবার সকাল ১০ টায় ভালাইপুর ঈদগাহ ময়দানে বিএনপির সম্মেলন আহ্বান করেন। অপরদিকে একই সময় জাসাসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কন্ঠশিল্পী মনির খান একই স্থান ও একই সময়ে সম্মেলন আহ্বান করেন। ফলে সংঘর্ষের আশঙ্কায় শনিবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত পৌরসভার শাহ ভালাইপুর ঈদগা ময়দানসহ পৌর এলাকায় ১৪৪ ধরা জারি করা হয়েছে।
এদিকে, ১৪৪ ধারা জারি করে শুক্রবার সন্ধ্যা থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মহেশপুর শহরে মাইকিং করা হয়েছে। ওই সম্মেলনে জেলা সভাপতি সাবেক এমপি মো. মসিউর রহমান ও ঝিনাইদহ-১ আসনের সাবেক এমপি আব্দুল ওহাবসহ জেলা নেতৃবৃন্দের উপস্থিত থাকার কথা ছিল। সম্মেলন সফল করার জন্য উপজেলার বিভিন্ন রাস্তায় রাস্তায় তোরণ নির্মাণ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারির ফলে মহেশপুর শহরে বিএনপির দুই গ্রুপের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
দলীয় তথ্য মতে, গত ২০০৯ সালের নভেম্বর মাসে মহেশপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়। সম্মেলনে সভাপতি হিসেবে সাবেক এমপি শহিদুল ইসলাম ও সম্পাদক হিসেবে মহিউদ্দীন নির্বাচিত হন। নানা বিরোধের কারণে ৬ বছর নতুন করে সম্মেলন করা সম্ভব হয়নি।
এসএস/আরআইপি