রাজশাহী মিশন হাসপাতালের চিকিৎসকসহ ৪৫ জনের করোনা
রাজশাহী খ্রিস্টিয়ান মিশন হাসপাতালের চিকিৎসক ডা. সাকলাইনসহ (৩২) নতুন করে ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) এবং রামেক হাসপাতালের আলাদা ল্যাবে তাদের করোনা ধরা পড়ে।
রাজশাহীতে প্রাণঘাতী করোনা চিকিৎসায় আইসোলেশন সেন্টার হিসেবে শুরু থেকেই কাজ করছে খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে।
করোনা শনাক্ত হয়েছে ডা. সাকলায়েনের স্ত্রী নাজমুন নাহারেরও (২৯)। রামেক হাসপাতাল বহির্বিভাগের মলিক্যুলার বায়োলজি ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার রামেক হাসপাতাল ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ২০ জনের। এরা প্রত্যেকেই রাজশাহী নগরীতে আছেন।
অন্যদিকে রামেক হাসপাতালের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার বলেন, বৃহস্পতিবার রামেক ল্যাবে ২৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে ৫ জন রাজশাহী নগরীতে আছেন। এছাড়া ১৪ জন পাবনার এবং সাতজন নাটোরের।
ফেরদৌস সিদ্দিকী/বিএ