ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী হাবিব নিহত

প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ২৩ অক্টোবর ২০১৫

ফরিদপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী হাবিব (৪৫) নিহত হয়েছে। এ ঘটনায় অভিযানে থাকা ডিবি পুলিশের এক সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে।

শুক্রবার দিনগত গভীর রাতে ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর লঞ্চঘাটা ব্রিজ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহত হাবিব পূর্ব খাবাসপুর এলকার মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে। নিহত হাবিব ডাকাতি, হত্যা, ধর্ষণ, মাদক, চাঁদাবাজিসহ ৯ টি মামলার সাজাপ্রাপ্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, হাবিব ও তার লোকজন ডাকতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। ডিবি পুলিশের একটি দল তাকে আটক করতে ওই স্থানে উপস্থিত হলে পুলিশের ওপর হামলা চালায় হাবির ও তার সহযোগীরা। এ সময় হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে সৈকত হোসেন (২৮) নামের ডিবি পুলিশের এক সদস্য আহত হয়।

তিনি আরো জানান, আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় হাবিবকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

আহত ডিবি পুলিশের সদস্য সৈকতকে ফরিদপুর আরোগ্য সদন প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের মারাত্মক আঘাত রয়েছে।

এস.এম. তরুন/এসএইচএস