পঞ্চগড়ে সেনাবাহিনীর উদ্যোগে করোনার নমুনা সংগ্রহ
বিনামূল্যে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ, গর্ভবতী ও রোগীদের স্বাস্থ্যসেবাসহ ওষুধ প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের ২২২ পদাতিক ব্রিগেডের ২৯ বীর ব্যাটালিয়ন। এ সময় অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রীও বিতরণ করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী সৈয়দপুর সেনানিবাসের ২৯ বীর ব্যাটালিয়ন বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ চত্বরে এই মেডিকেল ক্যাম্প ও ত্রাণ সামগ্রী বিতরণ করে।
মেডিকেল ক্যাম্প ও খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে লে. কর্নেল হাসমত উল্লাহ খান, লে. কর্নেল আলিফা, লে. কর্নেল জাহাঙ্গীর, ক্যাপ্টেন সামী, ক্যাপ্টেন মুশফিকাসহ বিশেষজ্ঞ চিকিৎসক ও সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর ৪৫ ফিল্ড অ্যাম্বুলেন্স এবং সম্মিলিত সামরিক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা গর্ভবতী ও শিশুসহ ২৫৬ জন রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। পাশাপাশি তারা করোনা ভাইরাসের উপসর্গ বহনকারীদের নমুনা সংগ্রহ করেন। একদিন পরই পরীক্ষার ফলাফল নমুনা প্রদানকারীসহ সংশ্লিষ্টদের সরবরাহ করা হবে বলে জানানো হয়।
পরে ওই এলাকার অসহায় শতাধিক মানুষের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, আটা, বিস্কুট ও লবণ প্রদান করা হয়।
সফিকুল আলম/এফএ/এমকেএইচ