ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

এবারও হয়নি দুই বাংলার মিলনমেলা

প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ২৩ অক্টোবর ২০১৫

হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শুক্রবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। সাতক্ষীরার দেবহাটা সীমান্তের ইছামতি নদীতে এবারও অনুষ্ঠিত হয়নি শত বছরের ঐতিহ্যবাহী দুই বাংলার মানুষের মিলনমেলা।

সকাল থেকে ইছামতি নদীর এ পারে হাজার হাজার মানুষ উপস্থিত হলেও নদীতে কেউ নৌকা ভাসাতে পারেনি কেউই। ফলে বাংলাদেশ পারে প্রতিমা বিসর্জন দিয়ে সন্ধ্যার পরে অনেকটা হতাশ হয়ে ফিরেছে হাজারো মানুষ।

ইছামতির পাড়ে উপস্থিত অসীম দেবনাথসহ একাধিক ব্যক্তি জাগো নিউজকে বলেন, বিজয়া দশমীতে এপার বাংলা-ওপার বাংলার মানুষ কিছুটা সময়ের জন্য একাকার হয়ে যেত। কিন্তু এবার বাংলাদেশের কোন মানুষকেই নদীতে নামতে দেওয়া হচ্ছে না। ভারতের টাকি বিএসএফ ক্যাম্প ও এপারের বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তে কড়া নজরদারি করছে। তিন বছর ধরে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে দুর্গাপূজাকে কেন্দ্র করে এই সীমান্ত এলাকায় দুই বাংলার মিলনমেলার আনন্দ উৎসব থেকে বঞ্চিত করা হচ্ছে।

এ ব্যাপারে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা খাতুন জাগো নিউজকে জানান, নিরাপত্তার স্বার্থে বিজয়া দশমীর আনন্দ উৎসব করতে দেয়া যাচ্ছে না। তাছাড়া ভারতের পক্ষ থেকে কোন ইতিবাচক সাড়া না পাওয়ায় সীমান্তে আইনশৃখংলা বহিনীর কঠোর নজরদারি রয়েছে।

এসএইচএস