নিজ দেশে ফিরলেন বাংলাদেশে আটকে পড়া ১২০ ভারতীয়
লকডাউনের কারণে বাংলাদেশে আটকে পড়া ১২০ জন ভারতীয় নাগরিক নিজ দেশে ফিরে গেছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ধাপে ধাপে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে ফিরে যান তারা।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোরশেদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
চেকপোস্টে ভারতীয় নাগরিকদের বিদায় জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান, সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) মিজানুর রহমান ও আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী।
এএসআই মোরশেদুল হক বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশে লকডাউন চলাকালে অনেক ভারতীয় নাগরিক আটকা পড়েছিলেন। পরবর্তীতে তারা নিজ দেশে ফিরে যাওয়ার জন্য ভারতীয় হাইকমিশনের মাধ্যমে নিবন্ধন করেন। নিবন্ধনের আওতায় দ্বিতীয় দফায় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ১২০ জন ভারতীয় নাগরিক নিজ দেশে ফিরে গেছেন।
এর আগে প্রথম দফায় গত ২৮ মে ১০৬ জন ভারতীয় নাগরিক আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরে যান। ওইদিন চেকপোস্টে তাদের বিদায় জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ।
আজিজুল সঞ্চয়/আরএআর/পিআর