এমপি রণজিতের পরিবারের আরও তিন সদস্য করোনায় আক্রান্ত
যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিত রায়ের পর এবার তার পরিবারের আরও তিন সদস্যের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ১৪ জুন তার পরিবারের ছয় সদস্যের নমুনা পরীক্ষা করা হলে তাদের মধ্যে বুধবার রাতে তিনজনের রিপোর্ট পজিটিভ আসে। একই পরিবারের অপর তিনজনের রিপোর্ট নেগেটিভ এসেছে।
বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন।
তিনি বলেন, সংসদ সদস্য রণজিত রায়ের পরিবারের মোট ছয় সদস্যের নমুনা সংগ্রহ করে ১৪ জুন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে পাঠানো হয়। বুধবার রাতে ফলাফলে দেখা যায়, তাদের মধ্যে তিনজন করোনা পজিটিভ। বাকি তিনজনের রিপোর্ট নেগেটিভ এসেছে। আক্রান্তরা হলেন রণজিত রায়ের ছেলে বাঘারপাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক রাজিব রায় (৩৫), তার স্ত্রী ঋষিতা সাহা (২৭) এবং এই দম্পতির একমাত্র সন্তান নিলম রায় (৩)।
রণজিত রায়ের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রণজিত রায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি ভালো আছেন এবং সুস্থ আছেন।
উল্লেখ্য, যশোর জেলায় (১৭ জুন রাত ১০টা পর্যন্ত) মোট করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে ২৬৮ জন। করোনাজয় করেছেন ১২০ জন। চিকিৎসাধীন আছেন ১৪৬ জন।
মিলন রহমান/এএম/বিএ