বিএনপি হলো চোর-ডাকাতের পার্টি : মতিয়া
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপি হলো চোর-ডাকাতের পার্টি। বেগম জিয়া নিজে জিয়া চেরিটেবল এতিমখানার টাকা মাইরা দিয়েছেন, তার ছেলে তারেক রহমান মানিলন্ডারিং করে শাস্তি হইছে। আজকে সে ফেরারি আসামি, ইন্টারপোলের আসামি।
শুক্রবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গাছগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণকালে এক সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন তিনি।
মতিয়া চৌধুরী বলেন, আমরা ঢাল-তলোয়ার নিয়ে যুদ্ধ না করে, আইনি লড়াইয়ে মায়ানমারের সঙ্গে সমুদ্রসীমার মামলায় আরেক বাংলাদেশ পেয়েছি। ভারতের সঙ্গে আইনি লড়াইয়েও সমুদ্রসীমা ঠিক করছি। কাজেই যোগ্যতার বলে আজকে শেখ হাসিনা পৃথিবির যে কোনো জায়গায় সম্মানের সঙ্গে শুধু বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন না, নিজেই সম্মান বয়ে নিয়ে আসেন।
জলবায়ু পরিবর্তনে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। জাতিসংঘে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে কো-চেয়ারম্যান হচ্ছেন। বাংলাদেশ এর আগে এত সম্মান পায়নি।
শেখ হাসিনা যেভাবে দেশ চালাচ্ছেন, মেয়েদের শিক্ষা, গ্রামে-গ্রামে স্যানিটেশন, এমনিভাবে আইসিটি, আইটি শিক্ষা সবকিছুতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য করে বলেন, সবার হককে ফিরিয়ে দেয়া এটা ইসলামের শিক্ষা, আর এই হক শেখ হাসিনাই একমাত্র ফিরিয়ে দিয়েছে।
কৃষিমন্ত্রী দিনব্যাপি নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান, রূপনারায়নকুড়া, কাকরকান্দি, রামচন্দ্রকুড়া ও নয়াবিল ইউয়িনের মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে মেধাক্রম অনুসারে ৪৯৩টি সোলার ল্যাম্প এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ৫৮০টি শীতের কম্বল বিতরণ করেন।
এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারীশ, নালিতাবাড়ী ইউএনও আবু সাঈদ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযুদ্ধা জিয়াউল হক, সাধারণ সম্পাদক ফজলুল হক সহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হাকিম বাবুল/এআরএ/আরআইপি