ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনাভাইরাসে খুলনায় আরেকজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ০৮:০৩ পিএম, ১৬ জুন ২০২০

খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত রাজিব হাজরা (৩৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। এ নিয়ে খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট নয়জনের মৃত্যু হলো।

খুলনা করোনা হাসপাতালের চিকিৎসক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নগরীর বড় মির্জাপুর এলাকার বাসিন্দা নিগঞ্জ শেখর হাজরার ছেলে রাজিব হাজরা ১৪ জুন দুপুরে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়।

খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, এ নিয়ে খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট নয়জনের মৃত্যু হয়েছে।

আলমগীর হান্নান/এএম/এমএস