ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মারা যাওয়া নারীর ক‌রোনা পজিটিভ, চি‌কিৎসকসহ আরও ২৫ জন আক্রান্ত

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ১১:৪৮ এএম, ১৬ জুন ২০২০

ক‌রোনাভাইরা‌সে শরীয়তপু‌রের ভেদরগঞ্জ উপ‌জেলার ম‌হিষার ইউ‌নিয়‌নে এক নারীর মৃত‌্যু হ‌য়ে‌ছে। গত বৃহস্প‌তিবার (১১ জুন) ক‌রোনা উপসর্গ নি‌য়ে ওই নারী ঢাকা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে মৃত‌্যুবরণ ক‌রেন।

মৃত‌্যুর পর তার নমুনা সংগ্রহ ক‌রে স্বাস্থ‌্য বিভাগ। গতকাল সোমবার (১৫ জুন) রা‌তে তার ক‌রোনা রি‌পোর্ট প‌জিটিভ আ‌সে।

এ‌দি‌কে শরীয়তপুর সি‌ভিল সার্জন (সিএস) অ‌ফি‌সের মে‌ডি‌কেল অ‌ফিসার ডা. সৈয়দা শা‌হিনুর না‌জিয়া ও পালং ম‌ডেল থানা পুলিশের দুই সদস‌্যসহ জেলায় নতুন করে ২৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৭৩ জনে।

সোমবার (১৫ জুন) রাত সা‌ড়ে ১০টার দি‌কে এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে সিভিল সার্জন কার্যালয়ের জেলা করোনা কন্ট্রোল রুমের সমন্বয়ক ডা. আবদুর রশিদ এ তথ‌্য জানান।

তি‌নি জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।এছাড়া সদর পৌরসভায় পাঁচজন, শরীয়তপুর সদর উপ‌জেলার ডোমসার ইউ‌নিয়‌নে একজন, জাজিরা উপ‌জেলার বড়কান্দি ইউ‌নিয়‌নে দুইজন, মূলনা ইউ‌নিয়‌নে দুইজন, সে‌নেরচর ইউ‌নিয়‌নে একজন, পা‌লেরচর ইউ‌নিয়‌নে একজন, জাজিরা পৌরসভা একজন, ভেদরগঞ্জ উপ‌জেলার নারায়নপুর ইউ‌নিয়‌নে দুইজন, রামভদ্রপুর ইউ‌নিয়‌নে একজন, চরভাগা ইউ‌নিয়‌নে একজন, ম‌হিষার ইউ‌নিয়‌নে একজন, ভেদরগঞ্জ পৌরসভা একজন, নড়িয়া উপ‌জেলার ডিঙ্গামা‌নিক ইউ‌নিয়‌নে একজন, ঘ‌ড়িসার ইউ‌নিয়‌নে একজন ও ন‌ড়িয়া পৌরসভায় চারজন।

তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় জেলায় সুস্থ হ‌য়ে‌ছেন ১৬ জন। এর ম‌ধ্যে জা‌জিরা উপ‌জেলায় ১০ জন ও ভেদরগঞ্জ উপ‌জেলায় ৬ জন। জেলায় মোট ২৭৩ জন করোনা আক্রান্তের মধ্যে স্বাস্থ্য বিভাগের পরিচর্যায় চিকিৎসা নিয়ে ১২৫ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন।

এ পর্যন্ত জেলায় ৪ হাজার ৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ৩ হাজার ৬৭১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। আর করোনা আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন পাঁচজন।

বর্তমানে শরীয়তপুর সদর হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন চারজন ও ন‌ড়িয়া উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে পাঁচজন।

সি‌ভিল সার্জন ডা. এসএম আব্দুল্লাহ আল মুরাদ জানান, শরীয়তপুর সি‌ভিল সার্জন অ‌ফি‌সের মে‌ডি‌কেল অ‌ফিসার ডা. সৈয়দা শা‌হিনুর না‌জিয়া ও জেলায় দুই পু‌লিশ সদস‌্যসহ নতুন করে ২৫ জন ক‌রোনা আক্রান্ত হয়েছেন এবং একজ‌নের মৃত‌্যু হ‌য়ে‌ছে। জেলায় নতুন করোনা আক্রান্ত ২৫ জনের সংস্পর্শে যারা এসেছেন তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। এখন থেকে সি‌ভিল সার্জন অ‌ফি‌সের কার্যক্রম সি‌মিত আকা‌রে চল‌বে।

ছ‌গির হো‌সেন/এমএএস/জেআইএম