ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুড়িগ্রামের দায়রা জজ ও এএসপি করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ১১:২১ এএম, ১৬ জুন ২০২০

কুড়িগ্রাম জেলা জজ আদালতের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) এবং জেলা পুলিশের নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) করোনায় আক্রান্ত। সোমবার (১৫ জুন) পাওয়া রিপোর্টে তাদের করোনা পজিটিভ এসেছে। সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

দুই দিন জ্বর থাকায় নমুনা দেয়ার পর করোনা পজিটিভ রিপোর্ট এসেছে নাগেশ্বরী সার্কেলের দায়িত্বে থাকা এএসপি লৎফর রহমানের। তবে তার কোনো উপসর্গ নেই এবং তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) মহিবুল ইসলাম খান।

এসপি বলেন, আক্রান্ত পুলিশ কর্মকর্তা সুস্থ রয়েছেন। এরপরও তাকে আইসোলেশনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

প্রসঙ্গত, সোমবার (১৫ জুন) পাওয়া তথ্য অনুযায়ী জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১০৬। এরমধ্যে জেলা পুলিশের মোট ৮ জন সদস্য করোনা পজিটিভ হয়েছেন।

এফএ/জেআইএম