করোনা রোগীদের চিকিৎসা নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ
করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) বেলা ১১টার দিকে নগরীর সদররোড টাউন হলের সামনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, করোনা মোকাবিলার জন্য বরিশালে প্রশাসনের সঙ্গে কারও কোনো সমন্বয় নেই। বরিশালে করোনা ইউনিট থাকা সত্ত্বেও করোনা রোগী বহন করার মতো একটি অ্যাম্বুলেন্স পাওয়া যায় না। বিভাগীয় শহর বরিশালে একটিমাত্র পিসিআর ল্যাব; যেখানে শত শত মানুষ স্বাস্থ্যবিধি না মেনে নমুনা পরীক্ষার জন্য অবস্থান করে নগরীকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছেন।
ডা. মনীষা আরও বলেন, বরিশালের একটি ল্যাব দিয়ে বিভাগের ছয় জেলার করোনা রোগী শনাক্ত করা হচ্ছে। এজন্য বিলম্ব হচ্ছে নমুনা পরীক্ষায়। ভোগান্তি পোহাতে হচ্ছে করোনার উপসর্গ থাকা ব্যক্তিদের। তাই এর থেকে সমাধানের জন্য বাাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ এবং বুথ তৈরির ব্যবস্থা করতে হবে।
পাশাপাশি বরিশালের সব হাসপাতালে করোনা রোগীদের জন্য আলাদা ইউনিট চালু করতে হবে। করোনা রেগীদের সুবিধার্থে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ আইসিইউ বেড চালু ও অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করতে হবে।
বাসদের জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবীব রুমনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজন সিকদার, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নেতা শহিদুল ইসলাম ও নুরুল হক প্রমুখ। করোনা পরিস্থিতিতে জনস্বার্থে তাদের দেয়া চার দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
সাইফ আমীন/এএম/পিআর