ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

এবার করোনায় আক্রান্ত লালমনিরহাটের জেলা জজ

জেলা প্রতিনিধি | লালমনিরহাট | প্রকাশিত: ০৫:২২ পিএম, ১৫ জুন ২০২০

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন লালমনিরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ফেরদৌস আহমেদ (৫৫)।

করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীনন তিনি। সোমবার (১৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দায়রা জজ ফেরদৌস আহমেদের জামাতা লে. কর্নেল সাজ্জাদ।

লে. কর্নেল সাজ্জাদ বলেন, আমার শ্বশুর লালমনিরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ফেরদৌস আহমেদ করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে সিএমএইচের আইসিইউতে চিকিৎসাধীন। আমরা তার জন্য ‘এবি পজিটিভ’ রক্তের প্লাজমা খুঁজছি। আপনাদের সন্ধানে থাকলে প্লিজ দ্রুত জানান।

লালমনিরহাট আদালত সূত্র জানায়, বিচারক ফেরদৌস আহমেদ ১ জুন ঢাকা থেকে লালমনিরহাটে আসেন। ৪ জুন আদালতে বিচারকাজ পরিচালনা করে আবার ঢাকায় ফিরে যান। এরপর অসুস্থ হয়ে পড়লে ঢাকায় করোনাভাইরাস পরীক্ষা করান। পরে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। বিষয়টি জানার পরই তাকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে আইসিইউতে নেয়া হয়। বর্তমানে তার রক্তে অক্সিজেনের পরিমাণ ওঠানামা করছে। ‘এবি পজিটিভ’ রক্তের প্লাজমা দরকার তার।

লালমনিরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফাজ উদ্দিন তার ফেসবুকে পোস্ট দিয়েছেন, “জেলা ও দায়রা জজ ফেরদৌস আহমেদের জন্য ‘এবি পজিটিভ’ রক্তের প্লাজমা দরকার।”

জেলা ও দায়রা জজের সাবেক সহকর্মী বর্তমানে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাকির হোসাইন বলেন, আমরা চেষ্টা করছি স্যারের জন্য প্লাজমা সংগ্রহ করার। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। স্যারের জন্য ‘এবি পজিটিভ’ রক্তের প্লাজমা দরকার। কারও জানা থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

রবিউল/এএম/পিআর