আশুগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও পাঁচ মামলার পলাতক আসামি মুসা মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আশুগঞ্জ রেলগেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মুসা মিয়া উপজেলার দূর্গাপুর গ্রামের আলী বকস্ এর ছেলে।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইদ্রিসসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার রেলগেইট এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মুসা মিয়াকে গ্রেফতার করে।
তিনি আরো জানান, মুসা মিয়ার বিরুদ্ধে ডাকাতির অভিযোগে আশুগঞ্জ থানায় পাঁচটি মামলা রয়েছে।
আজিজুল আলম সঞ্চয়/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে বঙ্গবন্ধু স্কয়ারের নামকরণ করা হচ্ছে আরডিএ কমপ্লেক্স
- ২ বরগুনা প্রেস ক্লাবের সভাপতি সোহেল সম্পাদক জাফর
- ৩ প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী
- ৪ টিনের কৌটা ভেবে পড়ে থাকা ‘বােমা’য় লাথি, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
- ৫ নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু