সুস্থ হয়ে ফের করোনায় আক্রান্ত, পরিসংখ্যানবিদের মৃত্যু
নরসিংদীতে করোনা থেকে সুস্থ হওয়ার পর ফের আক্রান্ত হয়ে সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ আব্দুল মতিনের (৫৯) মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ নিয়ে নরসিংদীতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭৯ জন। সকালে নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এসব তথ্য নিশ্চিত করেন।
করোনায় মারা যাওয়া পরিসংখ্যানবিদ আব্দুল মতিন নরসিংদী শহরের তরোয়ার এলাকার বাসিন্দা।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত এপ্রিল মাসে সিভিল সার্জন অফিসের কয়েকজন কর্মকর্তা করোনায় আক্রান্ত হন। এদের মধ্যে উপসর্গ না থাকলেও করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন আব্দুল মতিন। এরপর পুনরায় পরীক্ষায় তার করোনা নেগেটিভ রিপোর্ট আসে। পরবর্তীতে তিনি অফিসে দায়িত্ব পালন শুরু করেন। কয়েক দিন ধরে তার জ্বর, শ্বাসকষ্ট, কাশি, গলা ব্যথাসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে তাকে করোনা ডেডিকেটেড নরসিংদী জেলা হাসপাতালে নেয়া হয়। করোনা উপসর্গ থাকায় ফের তার নমুনা নেয়া হয়।
১০ জুন তার তীব্র শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ১৪ জুন তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. ইব্রাহীম টিটন বলেন, রোববার (১৪ জুন) পর্যন্ত জেলার ছয়টি উপজেলা থেকে মোট ৫ হাজার ৭৩০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৯৫৫ জনের ফলাফল পাওয়া গেছে। তাদের মধ্যে ১ হাজার ৭৯ জনের করোনাভাইরাস পজিটিভ এসেছে। জেলায় করোনা আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৭৩৬ জন, রায়পুরার ৭৬ জন, শিবপুরের ৭৮ জন, বেলাবোর ৫৭ জন, পলাশের ৯৩ জন ও মনোহরদী উপজেলার ৩৯ জন রয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৫০ জ। আক্রান্ত ৪০ জন হাসপাতালে আইসোলেশনে আছেন। ৬৭৩ জন হোম আইসোলেশনে আছেন।
এখন পর্যন্ত জেলায় মারা গেছেন মোট ১৮ জন। এর মধ্যে নরসিংদী সদরের ১১ জন, পলাশের একজন, রায়পুরার দুইজন, মনোহরদীর একজন, শিবপুরের একজন ও বেলাব উপজেলার দুজন।
সঞ্জিত সাহা/আরএআর/এমকেএইচ