ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিলেটে করোনায় আক্রান্ত হয়ে বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | সিলেট | প্রকাশিত: ০৮:২২ এএম, ১৫ জুন ২০২০

সিলেটের ওসমানীনগরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রুফিয়া খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) রাত ৮টার দিকে তিনি মারা যান।

রুফিয়া খাতুন উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের রজব আলী খানের স্ত্রী। বর্তমানে তাদের পরিবার গোয়ালাবাজার স্কুল রোডের আব্দুল মালিক ভিলায় বসবাস করছেন।

উপজেলা করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা. আবু সাকিব মো. আব্দুল্লাহ চৌধুরী বলেন, গত ১২ জুন উপসর্গ নিয়ে ওই বৃদ্ধা সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি হলে ওইদিনই তার করোনার নমুনা সংগ্রহ করা হয়। রোববার (১৪ জুন) বিকেলে তার অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে বাসায় নিয়ে যান। রাত আনুমানিক ৮টার দিকে মৃত্যু হয় তার।

এদিকে মৃত্যুর সাড়ে তিন ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে তার করোনা পজিটিভ জানিয়ে আমাদের কাছে রিপোর্ট এসেছে।

স্থানীয় গোয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মানিক বলেন, করোনা পজিটিভ খবর পাওয়ার পর ওই নারীর দাফন সরকারি স্বাস্থবিধি মেনে করার জন্য তাদের পরিবারকে বলা হয়েছে। তারা অপারগ হলে প্রশাসনের উদ্যোগে দাফনের ব্যবস্থা করা হবে।

এ নিয়ে সিলেট বিভাগে মোট ৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন। এর মধ্যে ৩৭ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় চার জন করে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

ছামির মাহমুদ/এফএ/জেআইএম