সিলেটে করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপি শুরু
সিলেটে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্লাজমা থেরাপি দেয়া শুরু হয়েছে। শনিবার (১৩ জুন) মাউন্ট এডোরা হাসপাতালের ব্লাড ব্যাংকে করোনাজয়ী একজনের প্লাজমা নেয়া হয়। এরপর তা নর্থ ইস্ট হাসপাতালে চিকিৎসাধীন এক করোনা রোগীর শরীরে প্রয়োগ করা হয়।
রোববার (১৪ জুন) মাউন্ট এডোরা হাসপাতালের এজিএম ও বিপণন শাখার প্রধান মো. রাশেদুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, সিলেট নগরের আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালের ব্লাড ট্রান্সফিউশন বিভাগে শনিবার করোনাজয়ী একজনের কাছ থেকে প্লাজমা সংগ্রহ করা হয়। পরে সেই প্লাজমা প্রয়োগ করা হয় নর্থ ইস্ট হাসপাতালে চিকিৎসাধীন এক করোনা রোগীর শরীরে। রোববারও একজন করোনাজয়ীর দেয়া প্লাজমা নর্থ ইস্ট হাসপাতালের আরেকজন রোগীকে দেয়া হয়েছে।
গত ৮ জুন থেকে করোনা রোগীদের চিকিৎসার জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড চালু করে আখালিয়ার মাউন্ট এডোরা হাসপাতাল। প্রথম ধাপে হাসপাতালটি ৪০টি বেড নিয়ে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদান শুরু করে। করোনা আক্রান্ত রোগীদের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড ও আইসিইউ ইউনিট গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের ব্যবস্থাপনায় করোনা রোগীদের চিকিৎসাসেবা দিতে শুরু করেছে। সিলেটের আরেক বেসরকারি চিকিৎসা কেন্দ্র নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালেও করোনা রোগীদের গত ১ জুন থেকে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
এদিকে সিলেট বিভাগে নতুন করে আরও ৯২ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্তরা সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা।
রোববার ঢাকার শেরে বাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনে এবং রেফারেল সেন্টার ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে। স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ছামির মাহমুদ/এমএসএইচ