ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনাযুদ্ধে জীবন দেয়া প্রথম পুলিশ সদস্যের ছেলের জন্মদিন আজ

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৮:৩১ পিএম, ১৪ জুন ২০২০

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী জোনের পুলিশ সদস্য জসিম উদ্দিন ২৮ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তিনি ছিলেন করোনায় দেশের প্রথম মৃত পুলিশ সদস্য।

করোনাযুদ্ধে মারা যাওয়া পুলিশ সদস্য জসিম উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল সামীর জন্মদিন ছিল রোববার (১৪ জুন)। তার জন্মদিন পালন করেছে কুমিল্লা জেলা পুলিশ।

রোববার বিকেলে জেলার বুড়িচং উপজেলার কাঁঠালিয়া গ্রামের বাড়িতে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। এতে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর- এ সার্কেল) তানভীর সালেহীন ইমন ও বুড়িচং থানা পুলিশের ওসি মো. মোজাম্মেল হক, স্থানীয় দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন, এসআই নন্দন চন্দ্র সরকারসহ পুলিশের অন্যান্য সদস্য এবং মৃত জসিম উদ্দিনের স্বজনরা অংশগ্রহণ করেন।

পুলিশ জানায়, ২৮ এপ্রিল করোনাযুদ্ধে পুলিশের মধ্যে প্রথম মারা যান কনস্টেবল জসিম উদ্দিন। রোববার তার ছেলে আব্দুল্লাহ আল সামীর পঞ্চম জন্মদিন ছিল। বাবা না থাকায় দিনটি তার বিষাদে কাটে। বাবার শূন্যতা পূরণের জন্য পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের পক্ষে বিকেলে জন্মদিনের কেক নিয়ে তাদের বাড়িতে যান অতিরিক্ত পুলিশ সুপারসহ অন্যরা।

জন্মদিন উপলক্ষে সামীকে একটি বাইসাইকেল এবং কিছু উপহার দেয়া হয়। পরিবারের সদস্যদের নিয়ে সামীর জন্মদিন পালন করা হয়। এ সময় পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে ওঠেন।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর- এ সার্কেল) তানভীর সালেহীন ইমন বলেন, প্রয়াত জসিমের পরিবারের পাশে বাংলাদেশ পুলিশ আছে এবং থাকবে। জসিম আমাদের মাঝে নেই। কিন্তু তার শূন্যতা বুঝতে না দিয়ে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম নিজ উদ্যোগে জসিমের শিশুসন্তান সামীর জন্মদিনে বাইসাইকেল, পোশাক ও খেলনাসহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়েছেন। আমরা শিশু সামীর বাবার শূন্যতা পূরণ করতে পারব না। আজকের দিনটির মতো প্রতি বছর বাবা ছাড়াই সামীর জন্ম দিন উদযাপন হবে, এটা অত্যন্ত বেদনার। দেশের করোনাযুদ্ধে জীবন দেয়া প্রয়াত জসিমের আত্মত্যাগ বাংলাদেশ পুলিশ সবসময় মনে রাখবে, পাশে থাকবে তার পরিবারের।

কামাল উদ্দিন/এএম/এমএস