কুমিল্লায় করোনায় এ পর্যন্ত ৫০ জনের মৃত্যু
কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা ৫০ জনে দাঁড়ালো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নগরীতে ৪২ জনসহ কুমিল্লায় আরও ১৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন এক হাজার ৮৪৬ জন। কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, শনিবার বিকেল পর্যন্ত কুমিল্লা নগরীতে ৪২ জন, আদর্শ সদরে ছয়জন, লাকসামে ২২ জন, চৌদ্দগ্রামে আটজন, বুড়িচংয়ে চারজন ও ব্রাহ্মণপাড়ায় সাতজন, চান্দিনায় একজন, বরুড়ায় নয়জন, দেবিদ্বারে ১৬ জন, তিতাসে দুইজন, দাউদকান্দিতে আটজন, মেঘনায় একজন ও হোমনায় ছয়জন করোনায় আক্রান্ত হয়েছেন।
করোনায় শনিবার মৃত্যুবরণ করা ব্যক্তির বাড়ি কুমিল্লা দেবিদ্বারে। সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত জেলায় মোট ৫০ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। জেলা থেকে মোট ১৩ হাজার ৭৩০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১২ হাজার ৭৪ জনের।
মো. কামাল উদ্দিন/এমএএস