ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পঞ্চগড়ে করোনা উপসর্গে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ০১:৫৯ পিএম, ১৩ জুন ২০২০

পঞ্চগড়ে করোনা উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ২২ বছর বয়সী ওই যুবকের বাড়ি জেলা শহরের রাজনগর এলাকায়। তার করোনার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্যবিধি মেনে দাফনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ওই যুবক কয়েকদিন ধরে জ্বর, সর্দি, শ্বাসকষ্ট ও পাতলা পায়খানায় ভুগছিলেন। তিনি স্থানীয় চিকিৎসকের চিকিৎসায় ছিলেন। বৃহস্পতিবার রাতে অবস্থার অবনতি হলে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে যোগাযোগ করলে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। শনিবার সকালে শ্বাসকষ্ট বেড়ে গেলে বাড়িতেই তার মৃত্যু হয়।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম রিনা বলেন, ওই যুবকের প্রবল শ্বাসকষ্ট, সর্দি, জ্বর ও কাঁশি ছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলা হলেও তাকে নিয়ে যাওয়া হয়নি। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনা রোগীর মতো সতর্কতার সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন করা হবে।

সফিকুল আলম/এফএ/পিআর