ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় যুবক গ্রেফতার

প্রকাশিত: ০৩:০৬ পিএম, ২২ অক্টোবর ২০১৫

সনাতন ধর্ম সম্পর্কে অশালীন মন্তব্য করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপরাধে আল-আমিন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে রংপুর সদর উপজেলার জানকি ধাপেরহাট গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেছে।

কোতয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস ওয়াহিদ জাগো নিউজকে জানান, বাংলাদেশ পুলিশ বাহিনীর ফেসবুক পেজে সনাতন ধর্ম সম্পর্কে অশালীন ও আপত্তিকর মন্তব্য করেন আল-আমিন। বিষয়টি বাংলাদেশ পুলিশ বাহিনীর সাইবার বিশেষজ্ঞরা নিশ্চিত হয় ফেসবুকে এ সম্পর্কিত মন্তব্যটি রংপুরের মিঠাপুকুর উপজেলা থেকে পোস্ট করা হয়েছে।

পরে তারা বিষয়টি মিঠাপুকুর থানায় জানালে পুলিশ অনুসন্ধান করে নিশ্চিত হয়, এটা মিঠাপুকুর নয় সদর উপজেলার একটি গ্রাম থেকে দেয়া হয়েছে। বিষয়টি কোতয়ালী থানায় অবহিত করা হলে পুলিশ আল-আমিনকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে আল-আমিন ফেসবুকে মন্তব্য দেবার কথা স্বীকার করে বলেছে। সে অন্য একটি আইডিতে বিষয়টি দেখে তার ফেসবুকে পোস্ট করেছে।

এ ঘটনায় কোতয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওলিউল্লাহ বাদী হয়ে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করেন।

জিতু কবীর/এআরএ/আরআইপি