ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনায় একদিনে সর্বোচ্চ ৫৮ জনের করোনা শনাক্ত

জেলা প্রতিনিধি | খুলনা | প্রকাশিত: ০১:৩৬ এএম, ১৩ জুন ২০২০

খুলনায় বাড়ছেই করোনা আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই আক্রান্তের পুরনো রেকর্ড ভেঙে গড়ছে নতুন রেকর্ড। খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে আরও ৫৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।যার মধ্যে খুলনা জেলা ও মহানগরীর ৪০ জন রয়েছেন।

এছাড়া বাগেরহাটের ১০ জন, সাতক্ষীরার একজন, যশোরের ৪ জন, ঝিনাইদহে একজন, নড়াইলের একজন, গোপালগঞ্জের একজন রয়েছেন। শুক্রবার রাতে তাদের নমুনা পরীক্ষার পর এ তথ্য পাওয়া গেছে।

খুমেকের পিসিআর ল্যাবে একদিনে শনাক্ত হওয়া সর্বোচ্চ সংখ্যা এটি। এর আগে গত বুধবার ৪৩ জনের করোনা শনাক্ত হয়। যদিও ওইদিন খুলনা জেলা ও মহানগরীর ছিলেন ৩১ জন। পরের দিন বৃহস্পতিবার ৩৯ জনের করোনা শনাক্ত হলেও জেলা ও মহানগরীতে শনাক্ত হয়েছিলেন ৩৫ জন। আর শুক্রবার একদিনে সর্বোচ্চ ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে ৪০ জনই খুলনার। অর্থাৎ স্থানীয়ভাবে আক্রান্তের সংখ্যা এবং মোট শনাক্ত হওয়া রোগীদের সংখ্যায় এটিই সর্বোচ্চ।

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, শুক্রবার খুমেকের পিসিআর মেশিনে সর্বোচ্চ ৩৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিল ১৫৪টি।

জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৮ দিনেই খুলনা জেলা ও মহানগরীতে ১৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৪৪ জনে। এদের মধ্যে ৫১ জন সুস্থ হয়ে উঠেছেন। আর মারা গেছেন ৪ জন।

আলমগীর হান্নান/এমএএস