ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাস্তার পাশে পড়ে থাকা বৃদ্ধাকে হাসপাতালে নিল পুলিশ

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ১০:৩০ পিএম, ১২ জুন ২০২০

গাজীপুর জেলা শহরে রাস্তার পাশে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকা এক নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। আনুমানিক ৫৫ বছরের ওই নারী দীর্ঘসময় রাস্তার পাশে পড়ে থাকলেও করোনাভাইরাসে আক্রান্ত ভেবে তার সহায়তায় এগিয়ে আসেনি কেউ।

খবর পেয়ে অবশেষে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) গাজীপুর শহরের সদর থানার হাড়িনাল বাজারের কাছে এ ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি মো. আলমগীর ভূঁইয়া বলেন, সংজ্ঞাহীন অবস্থায় ওই নারী হাড়িনাল বাজারে যাওয়ার রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়েছিলেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত এমনটা ভেবে সহায়তায় এগিয়ে আসেনি কেউ। দীর্ঘক্ষণ পড়ে থাকার একপর্যায়ে দুপুর ২টার দিকে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ঘটনাটি জানান এক ব্যক্তি। জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ওই নারীকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। একই সঙ্গে তাকে যাবতীয় ওষুধ কিনে দেয়া হয়।

ওসি মো. আলমগীর ভূঁইয়া আরও বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেনকে বিষয়টি জানানো হয়েছে। তিনিও বৃদ্ধার সুচিকিৎসা জন্য নির্দেশনা দিয়েছেন। বর্তমানে আগের চেয়ে সুস্থ আছেন বৃদ্ধা। এখনও ঠিকমতো কথা বলতে পারছেন না তিনি। শুধু নিজের নাম জাহানারা জানিয়েছেন। তার বিস্তারিত পরিচয় জানার চেষ্ট চলছে।

আমিনুল ইসলাম/এএম/পিআর