করোনাভাইরাস : যশোরে আরও ২৪ জন পজিটিভ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (১২ জুন) দুপুরে ঘোষিত করোনা পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা গেছে।
যবিপ্রবির পরীক্ষণ দলের সদস্য ও এনএফটি বিভাগের চেয়ারম্যান ড. শিরিন নিগার বলেন, ল্যাবে মোট ২৮৯ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের করোনা পজিটিভ এবং ২৬৫ জনের নেগেটিভ ফলাফল এসেছে। এর মধ্যে যশোরের ৬৮ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের, নড়াইলের ২৮ জনের নমুনা পরীক্ষা করে একজনের, মাগুরার ৪০ জনের নমুনা পরীক্ষা করে পাঁচজনের, সাতক্ষীরায় ১২৫ জনের নমুনা পরীক্ষা করে সাতজনের করোনা পজিটিভ পাওয়া গেছে। পাশাপাশি বাগেরহাটের ২৮ জনের নমুনা পরীক্ষায় সবগুলোর ফলাফল নেগেটিভ এসেছে।
মিলন রহমান/এএম/জেআইএম