ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহে করোনাভাইরাসে প্রথম মৃত্যু

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০২:১৬ পিএম, ১২ জুন ২০২০

ঝিনাইদহের শৈলকুপায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো একজনের মৃত্যু হয়েছে। মৃত্যুর পাঁচদিন পর শুক্রবার (১২ জুন) সকালে ওই ব্যক্তির নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া ওই ব্যক্তির নাম কৃষ্ণ গোপাল ওরফে কেতো সাহা (৫০)। তিনি শৈলকুপা উপজেলার কবিরপুরের পদা সাহার ছেলে।

তিনি জানান, শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামের ওই ব্যক্তি জ্বর, সর্দি, কাশিসহ করোনার উপসর্গ নিয়ে বাড়িতেই ছিলেন। খবর পেয়ে গত ৩ জুন স্বাস্থ্যকর্মীরা তার নমুনা সংগ্রহ করেন। করোনা পরীক্ষার জন্য তার নমুনা খুলনার ল্যাবে পাঠানো হয়। ৭ জুন ওই ব্যক্তি মারা যান। আজ সকালে তার রিপোর্ট করোনা পজিটিভ এসেছে।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন জানান, করোনা পজিটিভ আসায় তার বাড়ি লকডাউন করা হবে। সেই সঙ্গে পরিবারের সদস্যদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে।

আব্দুল্লাহ মাসুদ/আরএআর/এমকেএইচ