ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনার উপসর্গ নিয়ে ৩ ঘণ্টার ব্যবধানে চাচা-ভাতিজার মৃত্যু

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ১১:১১ এএম, ১২ জুন ২০২০

চাঁদপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে তিন ঘণ্টার ব্যবধানে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) তাদের মৃত্যু হয়। তারা চাঁদপুর সদরের বাসিন্দা।

স্থানীয়রা জানান, চাঁদপুর সদরের বাবুরহাট বাজারের ব্যবসায়ী আনোয়ার হোসেন খান (৫০) বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে মারা যান। তিনি গত ৮/১০ দিন যাবত জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়ি থেকে ঢাকা নেয়ার পথে মতলব নন্দলালপুর এলাকায় তার মৃত্যু হয়।

আনোয়ার হোসেনের মৃত্যুর তিন ঘণ্টা আগে দুপুর ২টার দিকে করোনার উপসর্গ নিয়ে মারা যান তার চাচা হাবিব খান (৭০)। চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে বুধবার (১০ জুন) সন্ধ্যা থেকে চিকিৎসাধীন ছিলেন তিনি।

চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত চাচা-ভাতিজা একই বাড়ির। মৃত্যুর পর দাফন কমিটি ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন করা হয়েছে।

আরএআর/এমএস