বগুড়ায় একদিনে আরও ৯৮ জনের করোনা শনাক্ত
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) রাতে জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বগুড়ায় নতুন শনাক্তদের মধ্যে পুরুষ- ৫৮ জন, নারী-৩০ জন ও শিশু-১০ জন। এদের মধ্যে সদরের- ৫৬, সারিয়াকান্দি-২২, আদমদীঘি-৫, কাহালু-৪, শিবগঞ্জ-৪, শাজাহানপুর-২, গাবতলী-২, ধুনট-২ এবং শেরপুরে একজন।
আক্রান্তের হারে সদর উপজেলার উল্লেখযোগ্য এলাকাগুলো হলো- জলেশ্বরীতলা, নাটাইপাড়া, চেলোপাড়া, মালতীনগর, নারুলী ও গোকুল।
এদিন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ল্যাবে ১৮৮ নমুনা পরীক্ষার ফলাফলে বগুড়ার ৬৫ জন ও টিএমএসএসে ৭০ জনের নমুনা পরীক্ষায় ৩৩ জন পজিটিভ আসে।
বগুড়ায় এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৩৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫ জন। মৃত্যু হয়েছে ১১ জনের। এখনও চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ৩৯ জন।
এফআর